নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে চলমান লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ১৪ জনকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।চলমান লকডাউনের প্রথম দিন থেকে বৃষ্টির কারণে লোকজন বাড়ীতে অবস্থান করলেও হঠাৎ করেই শনিবার আবহাওয়া ভাল থাকায় অনেকেই সরকারী চলমান বিধি নিষেধ অমান্য করে রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন। এ সময় দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরা -ফেরা করার অপরাধে মোট ১৪ জনকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। আইনশৃংখলা বাহিনীর কঠোর তৎপরতায় নিমিষের মধ্যেই বাজার ও রাস্তা ফাঁকা হয়ে যায়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …