রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে স্বাস্থ্য বিধি না মানায় ১৪জনের অর্থদণ্ড

লালপুরে স্বাস্থ্য বিধি না মানায় ১৪জনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের ৩য় দিনে নাটোরের লালপুরে প্রশাসনের ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার জন্য রাস্তা ফাঁকা থাকলেও স্বাস্থ্য বিধি না মানায় ১৪ জনকে ৬ হাজার ৭শ টাকা অর্থদণ্ডর নির্দেশ দিয়েছে মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায়  মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  খালিদ হাসান অভিযানের মাধ্যমে স্বাস্থ্য বিধি না মানায় ১১জনের নিকট থেকে ৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড আদায় করেন বলে জানা গেছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্য বিধি না মানায় ৩ জনের নিকট থেকে ২ হাজার ২শ টাকা অর্থদণ্ড আদায় করেন বলে জানা গেছে।

এছাড়া উপজেলার গোপালপুর রেলগেট ও লালপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তায় অবস্থান নিতে ও টোহল দিতে দেখা গেছে  সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …