রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা পেল লালপুরের ২৬ জন দুঃস্থ মানুষ

প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা পেল লালপুরের ২৬ জন দুঃস্থ মানুষ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
৩৩৩ নম্বারে ফোন দেওয়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল নাটোরের লালপুরের করোনায় ক্ষতিগ্রস্থ স্বল্প আয়ের ২৬ জন দুস্থ মানুষ। আজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার দুস্থ মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ মানুষের হাতে চাউল, ডাউল, তৈল, সাবান ও মাস্ক সহ অনান্য সামগ্রী দেওয়া হয়।

এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা পেয়ে দুঃস্থ মানুষ গুলোর খুবই উপকার হলো।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সারা দেশ ব্যাপী কঠোর লকডাউন চলছে, এসময় জরুরী কাজ ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবেনা এবং বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল মানুষকে আহবান জানান তিনি।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …