সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরের স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর শহরের স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের স্টেশন এলাকা থেকে মনিরুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, মনিরুল গুরুদাসপুর উপজেলার বি পাথুরিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন থেকে গ্যাস্টিক রোগে ভুগছিল। গতকাল কানাইখালি এলাকার বেসরকারি একটা হাসপাতালে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভর্তি হয়। পরে আজ সকালে হাঁটতে বের হয়ে শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে হাসপাতালে ফিরে আসতে গিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …