সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত

নাটোরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুর রহমান নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর শহরের নাটোর-বগুড়া মহাসড়কের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাস্তায় মোটরসাইকেলে মধ্যে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তিনি তার নিজ বাসা শহরের মোহনপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে জজ কোর্ট মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। মোটরসাইকেল প্রধান সড়কে উঠতেই শহরের দিক থেকে দ্রুতগামী অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মুজিবুর রহমান ১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বর নাটোর জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তার বাড়ি লালপুর উপজেলায় দিলালপুর রায়পুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …