রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে ১২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

হিলিতে ১২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে বিনা কারণে বাড়ির বাহিরে বের হওয়ায়, মাস্ক না পড়ায়, স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলার অপরাধে ১২জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ আলম এই জরিমানা করেন। এসময় প্রশাসনকে দেখে অনেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। নির্ধারীত সময়ের পরে সকলেই যেন তাদের দোকানপাট বন্ধ করে, কেউ যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বাহির না হয় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করছি। সকলেই যেন মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এই বিষয়টি যারা মানছে না তাদেরকে আমরা অর্থদন্ড প্রদান করছি।

আরও দেখুন

গাছের সাথে বেঁধে নির্যাতন-আসামি গ্রেফতারে অনীহা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও …