রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বিশেষ অনুদান পাচ্ছে ১২০ প্রতিষ্ঠান ও পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী

বিশেষ অনুদান পাচ্ছে ১২০ প্রতিষ্ঠান ও পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী

নিউজ ডেস্ক:
সরকারের বিশেষ অনুদান পাচ্ছে সারাদেশের ১২০ শিক্ষা প্রতিষ্ঠান। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ২শ’ শিক্ষক-কর্মচারী এবং ৫ হাজার ১২৩ শিক্ষার্থী এ অনুদানের অর্থ পাবেন। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রায় ৬ কোটি টাকা ছাড় করা হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশ এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছাড় করা এ অর্থ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত নির্বাচিত ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০০ শিক্ষক-কর্মচারী, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ হাজার ৮৩৮ ছাত্রছাত্রী, নবম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৩১২ ছাত্রছাত্রী, একাদশ ও

দ্বাদশ শ্রেণির ৯৩৩ ছাত্রছাত্রী এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের ৮৪০ শিক্ষার্থীকে এ টাকা দেওয়া হয়েছে। এজন্য সরকার ৫ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা ছাড় করেছে।

জানা গেছে, ১২০ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ১ লাখ টাকা করে পাবে। ২০০ শিক্ষক-কর্মচারী পাবেন ৩০ হাজার টাকা করে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন এবং নবম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৩১২ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ ছাত্রছাত্রীর প্রত্যেককে দেওয়া হয়েছে ৯ হাজার টাকা করে। স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের ৮৪০ শিক্ষার্থীর জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে ‘নগদ’ থেকে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা টাকা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …