রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / কঠোর লকডাউনেও সচল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

কঠোর লকডাউনেও সচল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।

হিলি স্থলবন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশন গুলো চালু রেখেছে। এছাড়াও দেশের বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ছাড় করণের সবধরনের কার্যক্রম দ্রুততার সাথে সম্প্রদান করে দিচ্ছি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …