নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে ফোন দিলেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী। করোনায় বিপর্যস্ত এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়ে আসছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে পৌরসদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় ওই ত্রাণ দিতে গিয়ে ইউএনও তমাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩৩৬ পরিবারকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাবারের জন্য আবেদন জানানো প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চালসহ ডাল ও তেল দেওয়া হচ্ছে। হেল্প লাইনের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছাতে সহযোগিতা করছেন সেচ্ছাসেবক টিমের সদস্যরা। করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের জন্য এ সেবা চলমান থাকবে বলে জানান তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল সহ স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …