শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৩৩ রোগী পেলো সাড়ে ১৬ লাখ টাকার চেক

গুরুদাসপুরে ৩৩ রোগী পেলো সাড়ে ১৬ লাখ টাকার চেক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ জন দুস্থ ও অসহায় রোগীর মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১২ জন ক্যান্সার, ১২ জন কিডনী, একজন লিভার সিরোসিস, ৬ জন স্ট্রোকে প্যারালাইজড ও ২ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আকতার লিপি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় আর্থিক সহায়তার জন্য আবেদনকারী রোগীরাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ৩৩ জন রোগীকে চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।

আরও দেখুন

বিশ্ব শিক্ষক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ পালিত …