সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ২৮ শ’ টাকা জরিমানা

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ২৮ শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:  
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১০ টি মামলায় ২৮ শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বজায় ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে নামে উপজেলা প্রসাশন। এ সময় উপজেলার সদর বাজার ও রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলায় ২৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …