সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় পুলিশের বিনামুল্যে মাস্ক বিতরণ

পুঠিয়ায় পুলিশের বিনামুল্যে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথযাত্রীদের মাঝে বিনামুল্যে ২ হাজার মাস্ক বিতরন করেছে পুঠিয়া থানা পুলিশ। রোববার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক চত্বর ও বাজারে চলাচলরত জনসাধারণের মধ্যে এ মাস্ক বিতরন করা হয়।

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বিনামুল্যে মাস্ক বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ ফোর্সরা উপস্থিত ছিলেন।

এ সময়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রাজশাহী জেলার সব থানা এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ করতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী পুঠিয়া থানা পুলিশের তত্বাবধানে বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …