নিউজ ডেস্ক:
উদ্বোধনের পর ক্রেতা-বিক্রেতার ব্যাপক সাড়া পড়ায় ঢাকা সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে পর্যায়ক্রমে কৃষকের বাজার চালু করা হবে। কৃষকের বাজার থেকে ভোক্তারা বিষমুক্ত সবজি কিনতে পারছেন, অন্যদিকে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য না থাকায় উৎপাদনকারী কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন। সরাসরি কৃষকের কাছ থেকে কেনা যায় কিছুটা সস্তায় বিক্রি হয় সবজি। সম্প্রতি রাজধানীর মিরপুরে ৬ নম্বর ওয়ার্ডের রূপনগরে এ বাজার চালু করা হয়। সপ্তাহের একদিন প্রতি শুক্রবার ছুটির দিন ঢাকার আশপাশের কৃষকরা এখানে সবজি বিক্রি করছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …