শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

নিউজ ডেস্ক:
দেশে দক্ষ জনবল তৈরির জন্য ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্যবিমোচন ও বৈষম্য কমাতে শিক্ষা খাতে এ অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণে এ অর্থ ব্যয় হবে।

বৃহস্পতিবার ইইউ’র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উপলক্ষে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিক্ষা হচ্ছে একটি মৌলিক বিষয়। এ বিষয়টি ইইউ’র মূল উন্নয়ন সহযোগিতার অংশ। বাংলাদেশে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ব্যবহারে প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ভবিষ্যৎ চাকরির বাজার তৈরিতে সহায়তা করবে।’

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …