শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দেশব্যাপী তালগাছ রোপণ অভিযান শুরু করেছে আওয়ামী লীগ

দেশব্যাপী তালগাছ রোপণ অভিযান শুরু করেছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বজ্রপাতে প্রাণহানি কমাতে দেশব্যাপী তালগাছ রোপণ অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। মুজিববর্ষে সারাদেশে বৃক্ষরোপণের যে কর্মসূচী শুরু করেছিল দলটি, তারই একটি বর্ধিত অংশ হিসেবে বজ্রপাত থেকে মানুষের প্রাণ রক্ষায় সারাদেশে তালগাছ লাগানোর এই কর্মসূচী শুরু করেছে দলটির বন ও পরিবেশ উপকমিটি।

বুধবার কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকায় তালগাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জলবায়ু ঝুঁকি মোকাবেলা করতে পারি। মুজিবশতবর্ষে আওয়ামী লীগ সরকার এক কোটি বৃক্ষরোপণ করেছে। আমাদের এই কর্মসূচী অব্যাহত রয়েছে।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …