শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরের অভিযুক্ত অধ্যক্ষ আজাদুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ

লালপুরের অভিযুক্ত অধ্যক্ষ আজাদুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ আজাদুল আলম এর বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের রিপোর্টের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা থাকায় অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলা শিক্ষা অফিসারের প্রতি চিঠি ইস্যু করেছেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ কে এম সরোয়ার জাহান (উপসচিব)।

গত ২ সেপ্টেম্বর সোমবার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, ‘তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে প্রতিবন্ধী উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে লালপুর উপজেলার মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের অধ্যক্ষ আজাদুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে।’

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ নারদ বার্তাকে জানান, ‘সমাজসেবা অধিদপ্তরের চিঠি পেয়েছি। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, এ বছর জুনের প্রথম সপ্তাহে নাটোরের লালপুরের মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আজাদুল আলম এর বিরুদ্ধে শিক্ষা উপবৃত্তি আত্মসাতের অভিযোগে রাজশাহী বিভাগীয় পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধী শিক্ষার্থী মোছাঃ সোহাগী খাতুন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …