রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় আবদুস সামাদ (৪৮) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪) জুন সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ উপজেলার গোবিন্দপুর এলাকার আবিদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে আবদুস সামাদ তার নিজ ভ্যানে কলা নিয়ে ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন। এ সময় সদরের বাসস্ট্যান্ড এলাকায় নাটোর গামী একটি মালবোঝায় ট্রাক (ঢাকা মেট্রো-ট -২০-৮০২৯) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানচালক নিহত হন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …