শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে

নাটোরের ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে


নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। সকাল থেকেই জেলার ৮টি পৌর এলাকার প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ন মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় তৃতীয় দফার এবং গুরুদাসপুর, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের প্রথম দফার দ্বিতীয় দিনে সকালে জনগনের চলাফেরা কম থাকতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে নাটোরে গত ২৪ ঘন্টায় সংক্রমনের হার ৮.১০ শতাংশ কমে হয়েছে ২৮.৮৫ শতাংশ। গতকাল ছিল ৩৬.৯৫ শতাংশ । নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩০৭৪ জন।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …