মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জেলা পরিষদের অর্থায়নে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

বড়াইগ্রামে জেলা পরিষদের অর্থায়নে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের অর্থায়নে দরিদ্র অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

মতিউর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজেরসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা মোট ১৫০ জনের হাতে অনুদান তুলে দেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …