নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সিনোভ্যাক্সের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা দেয়া শুরু হয়। গতকাল নাটোরে এই দফায় ছয় হাজার ডোজ টিকার চালান এসে পৌঁছেছে।
সিনোভেক্সের এই টিকা প্রথমে চিকিৎসক, নার্স এবং মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের দেয়া হবে। পরবর্তীতে যারা সিরাম এর প্রথম ডোজ টিকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি তাদের নিবন্ধন সাপেক্ষে দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। তবে টিকা গ্রহণ করার জন্য তেমন একটি ভিড় লক্ষ্য করা যায়নি। স্বল্পসংখ্যক টিকা গ্রহণকারী এদিন টিকা গ্রহণ করেন।
এর আগে দুই ডোজ মিলিয়ে সিরামের ৮৮ হাজার ডোজ টিকা দেয়ার পরে আর কোন টিকা না থাকায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।