সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব (৭০) নামে প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পন্ডিতপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিআরটিসির একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নং মেট্রো ট -২২-৯০৯৫ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী প্রাইভেট কার যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ-৩৫-৭১৫৯ মহাসড়কের লাথুরিয়া নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী ওই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের যাত্রী আবু তালেব গুরুতর আহত হন। এসময় এলাকাবাসী আবু তালেবকে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। পরে সেখানে বেলা এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ট্রাক এবং প্রাইভেটকার উদ্ধার করলেও উভয় গাড়ীর চালক পালিয়ে যায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …