নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী কে (৩০) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। (১৪ জুন) সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে বাহাদুরপুর গ্রামের মৃত এছাহক মৃধার পুত্র বুলবুল আলী উরফে বুদ্দু (৪০) তাকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুলবুল আলী উরফে বুদ্দু (৪০) ৫নং চামারী ইউনিয়নে পরিষদের গ্রামপুলিশ থেকে গত বছর তফাদার হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুলবুল আলী উরফে বুদ্দু (৪০) নারায়ণপুর গ্রামের গৃহবধূর শোয়ার ঘরে কৌশলে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এসময় ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, ধর্ষণকারীর ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে পালিয়ে যান। ৫নং চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম. এম. সামিরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে, দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …