মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / খেলা / গুরুদাসপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গুরুদাসপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে ৪৮তম আন্তঃ স্কুল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাজকুমার কাসি,অতিরিক্ত সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ প্রমুখ।

উক্ত ফাইনাল টুর্নামেন্ট ম্যাচে চাপিলা ইউনিয়নের ধানুড়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে খুবজিপুর ইউনিয়নের খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। উল্লেখ্য যে,গুরুদাসপুর উপজেলার স্কুল পর্যায়ের ছয় ইউপি চ্যাম্পিয়ান দল ও পৌরসভার স্কুল পর্যায়ের চ্যাম্পিয়ান দল নিয়ে এই টুর্নামেন্টে শুরু হয়েছিল।

আরও দেখুন

নাটোরে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন, নারী-শিশুদের হত্যাকাণ্ড এবং মানবতার বিরুদ্ধে চলমান অপরাধের প্রতিবাদে নাটোরে …