শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বাগাতিপাড়ায় অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা

বাগাতিপাড়ায় অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় অগ্রণী ব্যাংকের ৫জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল লকডাউন সম্পর্কিত এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল জানান, বাগাতিপাড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার ও একজন আনসার সদস্য বাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা পরীক্ষায় বাঁকি ৫জন সদস্য করোনায় আক্রান্ত হন। তাই জনসাধারণ তথা বাগাতিপাড়াবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা চিন্তা করে এবং অগ্রণী ব্যাংকের বাগাতিপাড়া শাখা ব্যবস্থাপকের আবেদনের প্রেক্ষিতে ১৭ জুন বৃহস্পতিবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …