নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে স্থানীয় মসজিদের পিছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
কিভাবে বৃদ্ধটির মৃত্যু হল এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত শেষে জানানো যাবে বলেও জানায় পুলিশ। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন পারিবারিক কলহ মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোন কিছু মন্তব্য করতে রাজী হয়নি।
আরও দেখুন
লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি
গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …