সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভায় নগদ অর্থ বিতরণ অব্যাহত

নাটোর পৌরসভায় নগদ অর্থ বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিদবেদক:
নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র উমা চৌধুরী। মঙ্গলবার বেলা এগারটার দিকে বঙ্গোজ্বল মহল্লায় অবস্থিত বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অর্থ বিতরণ করেন তিনি। এই নগদ অর্থ বিতরণ কালে মেয়র জানান, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে নাটোর পৌরসভায় লকডাউন চলছে।

চলমান লকডাউনে ০৯ টি ওয়ার্ডে দরিদ্র ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নগদ ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ ১নং ওয়ার্ডে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়। আজ ১০০ কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হলো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান চন্নুসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …