রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরে জামায়াতের সাবেক আমির বেলাল-উজ্-জামান আর নেই

নাটোরে জামায়াতের সাবেক আমির বেলাল-উজ্-জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আলহাজ্ব অধ্যাপক বেলাল-উজ্-জামান আর নেই। মঙ্গলবার (১৫ ই জুন) বেলা পৌনে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

অধ্যাপক বেলাল-উজ-জামান নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, ১৯৮৫ সালে নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ৮৮ সালে রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে নাটোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, ১৫ সালে সেক্রেটারি এবং  ২০১৭-১৮ সেশনে তিনি জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। হজ্ব ও তাবলীগ নিয়ে আঃ লতিফ সিদ্দিকী’র বিরুপ মন্তব্য করার প্রতিবাদে নাটোরে গণ মিছিল থেকে গ্রেফতার হয় বেলাল-উজ-জামান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেফতার হোন তিনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন অধ্যাপক বেলাল-উজ্-জামান। কর্মজীবনে তিনি বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং শেরকোল রাণীনগর ইদগাহ মাঠের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …