শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাছ চাষীদের ২০ লাখ টাকা আত্মসাৎ

গুরুদাসপুরে মাছ চাষীদের ২০ লাখ টাকা আত্মসাৎ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের রাণীগ্রামে প্রতারণা করে মাছ চাষ ও মাটি ব্যবসার বিশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আব্বাস সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য মোজাহার সরকারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোজাহারের আপন ভাই সাইদুর, চাচাতো ভাই সাইফুল, সেলিম, শফিকুল সহ ৯জন ওই টাকার ভাগিদার। গতবছর তারা যৌথভাবে পুকুরে মাছ চাষ এবং মাটির ব্যবসা করেছেন। ওই ব্যবসার পাওনা ২০ লাখ টাকা তাদের না দিয়ে মোজাহার বিভিন্নভাবে সময়ক্ষেপন করে আত্মসাৎ করেন। সোমবার সকালে টাকার জন্য জোর দাবি জানালে মোজাহার লোকবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়া করেন। এরপর ভুক্তভোগীদের পক্ষে থানায় বাদী হয়ে অভিযোগ দেন কলিমউদ্দিন মাস্টারের ছেলে বকুল সরকার। সংশ্লিষ্ট প্রশাসনকে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।

মোজাহার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, মামলা মোকদ্দমায় যা রায় হয় মেনে নেব।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …