নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রামের উপজেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এসএমসি’র সহযোগিতায় উন্নয়ন সংস্থা সচেতন এ সভার আয়োজন করে।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সচেতন এর প্রজেক্ট ম্যানেজার এমএ আওয়াল পলাশ, মনিটরিং অফিসার নাজমুল হক, উপজেলা সুপারভাইজার আতাউল হক রানা, কাজী ইউসুফ আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সচেতন উপজেলার ৭টি ইউনিয়নে অত্যাবশকীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম পরিচালনা করছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …