সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে প্রশাসনের অভিযানের পরও স্বাস্থ্যবিধি মানতে অনিহা সাধারণ মানুষের

নাটোরে প্রশাসনের অভিযানের পরও স্বাস্থ্যবিধি মানতে অনিহা সাধারণ মানুষের


নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় চলছে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন। আজ সোমবার লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে। লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ও পুলিশ প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এতো কিছুর পরও স্বাস্থ্যবিধি মানতে অনিহা সাধারণ মানুষের। প্রয়োজনে বা অপ্রয়োজনে বেড়িয়ে আসছে রাস্তা বা হাট বাজারে। আর এই স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বর্তমানে হাসপাতালের করোনা উইনিটে ভর্তি রয়েছে ৪২ জন রোগী। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমনের হার ৪১ শতাংশ। যা গত দিনের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশী।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …