শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা সংক্রমণ
করোনা

নাটোরে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা সংক্রমণ


নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় চলছে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন। আজ রবিবার লকডাউনের ৫ম দিন চলছে। লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এতো কিছুর পরও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। প্রয়োজনে বা অপ্রয়োজনে বেড়িয়ে আসছে রাস্তা বা হাট বাজারে। আর এই স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার করোনা ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০.২৭ শতাংশ। তবে গত কয়েক দিনের তুলনায় পরীক্ষা অনুপাতে সংক্রমণ কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …