নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভ্যান, রিক্সা ও সিএনজি চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী। আজ মল্লিকহাটি ঈদগাহ মাঠে ২০০ জন ভ্যান, রিক্সা ও সিএনজি চালকদের মাঝে নগদ ৫০০ টাকা করে ও একটি করে মাস্ক বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে করোনাকালীন সময়ে কর্মহীন ভ্যান রিক্সা অটোরিক্সা চালকদের মাঝে বিতরণের জন্য দেয়া হয়।
এই নগদ অর্থ বিতরণ কালে পৌর মেয়র উমা চৌধুরী জানান, যত দুর্যোগে আসুক না কেন দেশের মানুষের কল্যাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন। আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি ঘরে থাকি অযথা যেন ঘোরাফেরা না করি। তিনি পৌরবাসীর প্রতি অনুরোধ জানান বাইরে জরুরী প্রয়োজনে বের হলে অবশ্যই যেন মাস্ক পরে বের হন।
এই অর্থ বিতরণ কালে তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …