বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / বিশেষ সংবাদ / লালপুরে থানা পুলিশের আম উৎসব

লালপুরে থানা পুলিশের আম উৎসব

 

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ জনগণের বন্ধু এই স্লোগান সামনে রেখে নাটোরের লালপুরে আম উৎসব করেছে থানা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করতে হয় পুলিশ বাহিনীকে। তারা নিজেদের পরিবারদের সময় দিতে পারেনা, তাই মধু মাসে পুলিশ সদস্যদের উৎসাহ ও আনন্দ দিতে ব্যতিক্রম এই আয়োজন করে লালপুর থানা পুলি। এই উৎসবে আমের সাথে মুড়ি যোগ দেওয়া হয়।  বৃহস্পতিবার বিকেলে থানা  চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণ করে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস,এম হাসান সিদ্দিকী, থানার ওসি ফজলুর রহমান, ওসি (তদন্ত) আবু সিদ্দিক সহ সকল এস আই, এ এস আই সহ পুলিশের সদস্যরা।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের উৎসাহ ও আনন্দ দেওয়ার জন্য আম ও মুড়ির উৎসব করা হয়েছে। তিনি আরো বলেন করোনা ভাইরাস সহ সকল দূর্যোগে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …