শনিবার , এপ্রিল ১৯ ২০২৫
নীড় পাতা / বিশেষ সংবাদ / লালপুরে থানা পুলিশের আম উৎসব

লালপুরে থানা পুলিশের আম উৎসব

 

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ জনগণের বন্ধু এই স্লোগান সামনে রেখে নাটোরের লালপুরে আম উৎসব করেছে থানা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করতে হয় পুলিশ বাহিনীকে। তারা নিজেদের পরিবারদের সময় দিতে পারেনা, তাই মধু মাসে পুলিশ সদস্যদের উৎসাহ ও আনন্দ দিতে ব্যতিক্রম এই আয়োজন করে লালপুর থানা পুলি। এই উৎসবে আমের সাথে মুড়ি যোগ দেওয়া হয়।  বৃহস্পতিবার বিকেলে থানা  চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণ করে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস,এম হাসান সিদ্দিকী, থানার ওসি ফজলুর রহমান, ওসি (তদন্ত) আবু সিদ্দিক সহ সকল এস আই, এ এস আই সহ পুলিশের সদস্যরা।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের উৎসাহ ও আনন্দ দেওয়ার জন্য আম ও মুড়ির উৎসব করা হয়েছে। তিনি আরো বলেন করোনা ভাইরাস সহ সকল দূর্যোগে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে।

আরও দেখুন

লালপুরে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে মাদকের পাওয়না টাকা নিয়ে বিরোধের জেরেগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার …