নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর লংঘন করায় জরিমানা। আজ বুধবার (৯ জুন) সকালে নাটোর সদর উপজেলার হালসা বাজার এলাকায় নাটোর জেলার জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শামসুল আলম এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সদর উপজেলার হালসা বাজার এলাকায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ৪৫ ধারা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের জন্য ইউনুছ মেডিকেল হল কে নগদ ১৫০০০ টাকা এবং উক্ত আর একজন ব্যবসায়ীকে সমপরিমাণ জরিমানা করা হয়। পরবর্তীতে তাদেরকে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। এই অভিযানে নাটোর সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শামসুল আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …