সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে বালিভর্তি ট্রলি উল্টে চালক নিহত

নাটোরে বালিভর্তি ট্রলি উল্টে চালক নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বালিভর্তি ট্রলি উল্টে নুর আলম (৪২) নামে ট্রলি চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম একই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রলি চালক নুর আলম বালি পরিবহনের জন্যে এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালুর স্টক হতে বালি বোঝাই করে। বালিবোঝাই শেষে ট্রলিটি ঘোরাতে গিয়ে আচমকা উল্টে যায়। এতে তিনি বালি ভর্তি ট্রলির নিচে চাপা পড়েন। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে দ্রুত একটি এক্সকাভেটর নিয়ে এসে বালি সরিয়ে উদ্ধার করতে দেরি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …