রেজাউল করিম খান:
আমাদের নাটোরের পরিশীলিত সাংস্কৃতিক মনের হাস্যজ্জল মানুষ সুকুমার ভৌমিক আজ সন্ধ্যায় চলে গেলেন। আমাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক বহুকাল থেকে। সুকুমার দা ক্যান্সার নিয়েও দীর্ঘদিন সচল, সবাক, সপ্রতিভ ছিলেন। আমার তিন বছরের সিনিয়র, বাণিজ্য বিভাগের মাস্টার্স, স্বনামখ্যাত কলেজ শিক্ষক সুকুমারদার সাথে আমার বরাবর যোগাযোগ ছিল গত মে মাস পর্যন্ত। সুকুমারদার ছন্দজ্ঞান, নাট্যচিন্তা, মানসিক স্থৈর্য, প্রগতিশীল ভাবনা আমাদের নাটোরের গর্ব। মির্জাপুর দীঘার এই মানুষকে আমরা যেন ভুলে না যাই। প্রণাম সুকুমারদা।’
তাঁর একটি কবিতা পড়তে পারেন-“বাম ডানসাম্যসাথী ভৌমিক বাম দিকে বন্ধ গলি ডান দিকে মেলা বামে ছেঁড়া জামা, ঝোলা ব্যাগ, কখনো বা পথিক একাকী ‘প্রগতি’র বই হাতে, অতি পাঠে ছিঁড়ে গেছে ‘পুঁজি’র পাতা এইসব ইতিহাস ভলগা থেকে গঙ্গা, কোনো মজদুর নেই, শুধু আমজনতা ক্রমশ ডানে সরে যাচ্ছে আলোশীতাতপ ভালোবাসা ডান পাশ ঘিরে আছে বাবুদের বাড়ি আরও ডানে সরে যেয়ে দেখিতন্ত্র উধাও, দলবেঁধে আছে শুধু ছায়া হাতে হাতে চানাচুর আর ঝাল মুড়ি ভেসে আসে বাণী বামে সরবেন না দাদা ওদিকে শুধু কাদা আর পানি উত্তরে বলি, জন্ম থেকে সাবধান, একটিই নীতি গিলে খাই চে গুয়েভারা গেঞ্জি পরে আমিও প্রতিদিন ডানে সরে যাই”।
লিখেছেন- রেজাউল করিম খান, সাংবাদিক, কলামিস্ট।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …