সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে করোনার টেস্টের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা দিলেন পৌর মেয়র

নাটোরে করোনার টেস্টের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা দিলেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার টেস্টের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা দিলেন পৌর মেয়র উমা চৌধুরী। জেলা প্রশাসন নাটোরের ব্যবস্থাপনায় বিনামূল্যে কোভিড-১৯ করোনা ভাইরাস টেস্টিং বুথের উদ্বোধনকালে এই টাকা সিভিল সার্জন ডা কাজী মিজানুর রহমানের হাতে তুলে দেন তিনি।

সোমবার বেলা ১১ টার দিকে এই টেস্টিং বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা কাজী মিজানুর রহমান, পৌরমেয়র উমা চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যান্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। “স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা থেকে মুক্ত থাকি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতার কারণে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে এই পেস্টিং বুথের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন সনাক্ত হয়। সনাক্তের হার ৬৭%।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …