শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রামে একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত

বড়াইগ্রামে একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম: 
নাটোরের বড়াইগ্রামে একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারী স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বনপাড়া পৌর শহরেই রয়েছে ৯জন। এই প্রথম বড়াইগ্রাম উপজেলায় একদিনে এতো সংখ্যক করোনায় আক্রান্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেছেন। পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। যারা করোনায় আক্রান্ত তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বিশেষ বার্তা প্রদান করেছেন। 

প্রাপ্ত তথ্য অনুসারে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা হলেন, বনপাড়া পৌরসভার পশ্চিম কালিকাপুরের লিপিকা সুলতানা (৩৩), কালিকাপুর ফিডার স্কুল পাড়ার রিনা সরকার (৩০) ও তার স্বামী স্বদেশ সরকার (৫০), সরদার পাড়ার শামীমা পারভীন (৩৮), রহমতউল্লাহ (৬২) ও সায়েম হোসেন (১২), গুনাইহাটির জাকারিয়া (৩৮), ছাতিয়ানগাছার লিখন কোরাইয়া (৩২) ও তার স্ত্রী দিপালী রায় (২৫), নগর ইউনিয়নের নগর গ্রামের পল্লব সরকার (২৮), বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়ার মোস্তফা ফরিদ (১৯) ও লক্ষীকোল বাজারের মোমিনুল হক (৬৩), মাঝগাঁও আগ্রাণের আজিজ ভুঁইয়া (৬৩), বড়াইগ্রামের শ্রীরামপুরের আব্দুল কাশেম মন্ডল (৫৫)। 

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানা জরুরী। সকল পৌরবাসীকে যথাযথ স্বাস্থ্য বিধি মানতে এবং জন সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন মেয়র জাকির।   

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …