নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে সজল নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরিফুল(৫) নামের অপর এক শিশু। আজ শনিবার দুপুর দেড়টার দিকে বড়াইগ্রাম আটোয়া (মধ্যপাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজলৎ একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায় আজ শনিবার দুপুর দেড়টার দিকে সজল এবং আরিফুল সহ ৫/৬ জন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল পানিতে তলিয়ে গেলে আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলাম (৫) সজলকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল আলিম (২৭) দেখতে পেয়ে পুকুরে নেমে ২টি শিশু উদ্ধার করে। ইতিমধ্যে সজল মারা যায়।
আহত আরিফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে বড়াইগ্রাম থানা পুলিশ উপস্থিত আছে মর্মে জানা যায়। মৃত শিশু সজলের পিতা প্রবাসী।
আরও দেখুন
লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি
গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …