নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
প্রদর্শনী উদ্বোধনের পর অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। আলোচনা শেষে নির্বাচিত সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, দিনব্যাপী এই প্রদর্শনীতে গবাদিপশু এবং পাখির ৩৩ টি স্টল অংশগ্রহণ করে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …