নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরাফাত নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার তমালতলার চকহরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার চক হরিরামপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
বাগাতিপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকাল আটটার দিকে আরাফাত তার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল এমন সময় একটি এক্সকেভেটর বাহী ট্রাকের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।
এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এক্সকেভেটর বাহি ট্রাকটি আটক করেছে। কিন্তু এর চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …