সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে মরদেহ হয়ে ফিরল ফাহিম

বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে মরদেহ হয়ে ফিরল ফাহিম


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় বন্ধুদের সাথে পুকুরে পানিতে গোসল করতে গিয়ে ফাহিম হোসাইন (১১) নামের এক শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বুধবার (২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কৃষ্ণপুর (ঘোষপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম হোসাইন ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

নিহত শিশুর চাচা আজিজুল বারী রুমী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এলাকার বন্ধুদের সাথে ফাহিম বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি তার বন্ধুরা বুঝতে পেরে আশেপাশের লোকজনদের ডেকে আনে। পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফাহিমের পিতা ঢাকা থেকে আসার পর তার জানাযা সম্পন্ন করে দাফন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …