সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতের হামলা-আটক ১

বড়াইগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতের হামলা-আটক ১


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটিতে অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপকেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত লাইনম্যান ও নিরাপত্তাকর্মীরা শরিফুল ইসলাম (৪৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। শরিফুল ইসলাম রাজশাহীর বোয়ালীয়া থানার মেহেরচন্ডী এলাকার ইজাজ উদ্দিনের ছেলে।

সমিতির এজিএম মোখলেসুর রহমান বলেন, রাত ১১টার দিকে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গড়মাটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করে। কর্তব্যরত লাইনম্যান ও নিরাপত্তাকর্মীদের বাধার মুখে তারা পিছু হটে। এ সময় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই লাইনম্যান শাহজাহান আলী সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফুলকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …