নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করে। সোমবার বিকেলে ফাইনাল খেলায় বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ মাঠে গুরুদাসপুর পৌরসভা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুবজীপুর ইউনিয়ন একাদশ।
খেলায় ম্যান অব দি ম্যাচ হন আশিক। সর্বোচ্চ গোলদাতা হন হৃদয় ও ম্যান অব দি সিরিজ হন সাগর।
খেলার শুরুতে গুরুদাসপুর পৌরসভা ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে খুবজীপুর ইউনিয়ন সমতা আনলে দুই দলের মধ্যে তুমুল লড়াই চলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গুরুদাসপুর পৌরসভা আরেকটি গোল করে। শেষের দুই মিনিট আগে খুবজীপুর ইউনিয়ন একাদশ আরেকটি গোল করলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে প্রাণবন্ত হয় খেলাটি।
খেলা শেষে ইউএনও মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। বক্তব্য শেষে খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন তিনি।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাশী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম বিপ্লব, রেজাউল করিম সবুজ, পৌর কাউন্সিলর শেখ সবুজ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …