নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌরসভা ফুটবল টিমকে ২-০ গোলে হারিয়ে বড়াইগ্রাম পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী ও সহ-সভাপতি কেএম জামিল হোসেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজের, বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, বড়াইগ্রাম পৌরসভার সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) নূরুল ইসলাম, বনপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অতিথিরাসহ বিপুল পরিমাণ দর্শক ব্যান্ডের তালে তালে আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেছেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …