রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ২টি দলে প্রথম খেলায় জামনগর ইউনিয়ন ফুটবল দল ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় জামনগর ইউনিয়ন ফুটবল দল-০ ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল-৪ গোলে জয়লাভ করে।

উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আ’লীগ নেতা নয়েজ মাহমুদ প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …