সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গা থেকে অটোরিকশা ভাড়া করে বাগমারায় ছিনতাই

নাটোরের নলডাঙ্গা থেকে অটোরিকশা ভাড়া করে বাগমারায় ছিনতাই


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা থেকে ভাড়া করা অটোরিকশা বাগমারায় নিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার তালঘরিয়া কলাবাড়িয়া এলাকায় চালক আশরাফুল ইসলাম রাজু কে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে চলে যায় দুই ছিনতাইকারী। চালক আশরাফুল নলডাঙ্গা উপজেলার মাধ নগর গ্রামের জেহের আলীর ছেলে।

চালক আশরাফুলের বাবা জেহের আলী জানান, সকাল দশটার দিকে পুরাতন টায়ার কেনার কথা বলে নাটোরের হরিশপুর এলাকার দুই যুবক অটো রিক্সা ভাড়া নেয়। পরে বাগমারা যাওয়ার পথে তারা তালঘড়িয়া কলাবাড়িয়া এলাকায় পৌঁছালে দুই যাত্রীবেশী ওই দুই যুবক আশরাফুলকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে চলে যায়। পরে এলাকাবাসী আশরাফুলকে উদ্ধার করে মাধনগর এ নিয়ে আসে।

জেহের আলী জানান, ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …