শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের হাকিমপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের হাকিমপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুরে পল্লিতে ননদের স্বর্নের চেইন চুরির ঘটনাকে কেন্দ্র করে সাথি বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ীকে আটক করছে থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার জাংগই গ্রামে এই ঘটনাটি ঘটে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, জাংগই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এক সন্তানের মা’কে হত্যা করা হয়েছে এমন সংবাদের ভিত্তিত্বে এস আই নিহারঞ্জন ঘটনাস্থলে গিয়ে সাথি বেগমের মরদেহ উদ্ধার করে এবং ওই ঘটনার সাথে জড়িত সন্ধেহে সাথির স্বামী আরিফুল ইসলাম ও স্বাশুড়ী রাসেদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই এর প্রকৃত ঘটনা জানা যাবে।

এলাকাবাসী ও সাথির পরিবারের দাবি ননদের স্বর্ণের চেইন চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে সাথি বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং লোক জনের কাছে আত্বহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা চলছে। আরিফুল ইসলামের পরিবার থেকে দাবি করা হয়, সাথি অভিমান করে ঘরে বাঁশের বরগার সাথে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই নিহারঞ্জন জানান. প্রাথমিক তদন্তে সাথির শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। সাথি বেগম হাকিমপুর উপজেলার মুশিদপুর নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। ৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে,তাইবিএনপির নেতাকর্মীদের ঘরে বসে থাকার দিন শেষ:

 উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস নিজস্ব প্রতিবেদক: বিগত ১৭ বছরে আওয়ামীলীগ সরকারের আমলে ওর্য়াড বিএনপির প্রতি …