শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যা

নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে স্বামীর প্রতি অভিমান করে জেসমিন আকতার (২৬) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার মণিনাগ গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। জানা গেছে, গৃহবধূ জেসমিন আকতার তার স্বামী সাইদুল ইসলামকে জুয়া খেলতে বারবার নিষেধ করলেও সে কথা শুনে না।
এ কারণে গৃহবধূ জেসমনি আকতার স্বামীর প্রতি অভিমান করে ২৭ এপ্রিল সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়।

এতে সে গুরুতর অসুস্থ হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় সুস্থ ভাব মনে হলে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে রাতে তার মৃত্যু ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …