নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করেছে র্যাব। উপজেলার হাটদোল খামারপাড়া গ্রাম থেকে শুক্রবার (২৮ মে) রাত ১.৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার হাটদোল খামারপাড়া এলাকার তহসেন আলীর ছেলে মধু প্রমানিক (৪৫), আতাউর রহমানের ছেলে আইয়ুব আলী (৩৩), রাজাত প্রমানিকের ছেলে ফরিদুল প্রমানিক (৪৫), নাটোর সদর থানার তেঘড়িয়া এলাকার নাজের আলী প্রমানিকের ছেলে মানু প্রমানিক (৩৮), শহিদুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল পুলিশ সুপার মির্জা সালহ্ উদ্দিনের নেতৃত্বে জেলার বাগাতিপাড়া উপজেলার হাটদোল খামারপাড়া এলাকার মধু প্রমানিকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলাতে ব্যবহৃত এক সেট তাস ও নগদ ২৩’শ ৪০ টাকা, ৩ টি গ্যাসলাইট, ৫ টি মোবাইল, ৯ টি সীমকার্ড এবং ২ টি মেমোরীকার্ড সহ ৫ জনকে আটক করে। আটককৃতরা প্রকাশ্যে জুয়া খেলার কথা জনস্মুখে স্বীকার করে। পরে বাগাতিপাড়া মডেল থানায় তাদের বিরুদ্ধ মামলা রুজু করা হয়।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …